Header Ads

শরীর জুড়ে শুধুই তিনি, যাঁকে দেখে কাছে টেনে নিলেন Virat Kohli


তাঁর সারা শরীর জুড়ে শুধুই Virat Kohli। পিঠে যেমন ১৮ নম্বর তেমন বুকের এক পাশে বিরাটের মুখ আর অন্য পাশে ভারতীয় ক্রিকেট দলের লোগো। এমন এক ভক্তকে সামনে পেয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না স্বয়ং বিরাট কোহলি। জড়িয়ে ধরলেন তাঁকে। তাঁর ভক্তের কোনও হিসেব নেই। গোটা বিশ্ব জুড়েই রয়েছে তাঁর ভক্তকূল। কিন্তু এমন ভক্তকে বুক টেনে না নিয়ে পারলেন না তিনি। বিশাখাপত্তনমে প্রথম টেস্টের আগেই দেখা হয়ে গিয়েছিল এই ভক্তের সঙ্গে। যাঁর গোটা শরীরে ট্যাটু। যার মধ্যে রয়েছে বিরাটের সাফল্যের খতিয়ানও। প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলনের পর সেই ভক্তের শরীরে তৈরি ট্যাটুগুলোকে ভাল মতো দেখেন বিরাট। এই মুহবর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে বিশাখাপত্তনমে রয়েছে দল।
প্রথম দিনের খেলা বৃষ্টির জন্য ৫৯.১ ওভার হয়েই বন্ধ হয়ে যায়। যদিও দুই ওপেনার রোহিত শর্মা ও মায়াঙ্ক আগরওয়ালের দাপটে ভারত প্রথম দিনের শেষে ২০২-০।
কোহলি এখনও পর্যন্ত ৭৯টি টেস্ট খেলেছেন দেশের হয়ে, করেছেন ৬৭৪৯ রান, গড় ৫৩.১৪। তাঁর দখলে রয়েছে ২৫টি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ২৪৩। 


No comments

Powered by Blogger.