Header Ads

টি২০ ক্রিকেটে স্পিনারদের বড় ভূমিকা থাকে, বললেন Washington Sundar

India vs Bangladesh: স্পিন জুটি যুজবেন্দ্র চাহাল ও ওয়াশিংটন সুন্দর মিলে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।

 

 

Washington Sundar মনে করেন, টি২০ ক্রিকেটে স্পিনারদের বড় ভূমিকা থাকে। দ্বিতীয় টি২০তে বাংলাদেশকে আট উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছে ভারত। বল হাতে উইকেটও পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।বৃহস্পতিবার রাজকোটে মাত্র এক উইকেট পেলেও বল হাতে ভরসা জুগিয়েছেন তিনি। স্পিনার জুটি যুজবেন্দ্র চাহাল ও সুন্দর বড় ভূমিকা পালন করেছে ভারতের জয়ে। চাহাল ২৮ রান দিয়ে দুই ও সুন্দর ২৫ রান দিয়ে এক উইকেট নিয়েছেন। যাঁদের দৌলতেই বাংলাদেশের বড় রানের লক্ষ্যে পৌঁছনো হয়নি। শুরুটা যদিও বাংলাদেশ ভাল করে দিয়েছিল বাংলাদেশ। সাত ওভারে কোনও উইকেট না হারিয়ে ৬০ রান তুলে নিয়েছিল বাংলাদেশের দুই ওপেনার। 
সাংবাদিক সম্মেলনে এসে সুন্দর বলেন, ‘‘শর্টেস্ট ফর্ম্যাটের ম্যাচে স্পিনারদের অবশ্যই একটা বড় ভূমিকা থাকে। কারণ তাঁরা বলের পেসটাকে কাজে লাগায়। কখনও পিচও সামান্য সাহায্য করে স্পিনারদের।''
এই ম্যাচে ১৩তম ওভারের চাহালের জোড়া উইকেটেই বাংলাদেশ বড় ধাক্কা খায়। না হলে জাঁকিয়ে বসার প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছিল মাহমুদুল্লাহদের। শেষ পর্যন্ত বাংলাদেশ থামে ১৫৩-৬-এ। তিন ম্যাচের সিরিজ সহজেই ১-১ করে ফেলতে পারে ভারত। 
তিনি বলেন, ‘‘এটা পুরোটাই নির্ভর করছে কী করতে হবে সেটা জানার উপর, ব্যাটসম্যান কোথায় মারবে সেটা বোঝা এবং অন্যান্য ছোট ছোট বিষয়। অবশ্যই  গুরুত্বপূর্ণ বিষয় হল সহজভাবে দেখা, ঠান্ডা মাথায় ‌নিজের কাজ করে যাওয়া। কিছু ম্যাচে তুমি খারাপভাবে মার খেতে পার কিন্তু এমনটা এই ফর্ম্যাটের খেলা হতেই পারে।''
India vs Bangladesh: পরপর সাতটি বাউন্ডারি দিয়ে ট্রোলড খলিল আহমেদ
ওয়াশিংটন সুন্দর যুজবেন্দ্র চাহালকে দলের ‘অ্যাসেট' বলে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ‘‘ সত্যি কথা বলতে কী এটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে মাঝখানের ওভারগুলোতে বল করতে পারে এবং খেলার গতি ঘুরিয়ে দিতে পারে। আমরা ওকে (চাহাল) দেখেছি সেটা একদিনের ক্রিকেট আর টি২০তে করতে। ও মাঝের ওভারেই বল  করতে আসে এবং ২-৩ উইকেট তুলে নিয়ে খেলাটা ঘুরিয় দেয়।''
তিনি আরও বলেন, ‘‘ও খুব অভিজ্ঞ এই ফর্ম্যাটে এবং জানে উইকেট তুলে নিতে কী করতে হবে মিডল ওভারে। পাওয়ার প্লে ওকে সাফল্য পেতে দেখেছি। ও দলের জন্য অবশ্যই অ্যাসেট। যে ভাবে ও ওর পেস বদলে ফেলে এবং ও জানে ব্যাটসম্যান কী করতে চলেছে। কোন ব্যাটসম্যান কোথায় মারবে। এক একজন ব্যাটসম্যানের এক এক রকম পরিকল্পনা থাকে কিন্তু ও খুব চালাক। চাপের মধ্যে ও খুব ঠান্ডা মাথা রাখে।''

No comments

Powered by Blogger.